জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ How to change gmail password

 


জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন এর ব্যাপারটি শুনতে ঝামেলা মনে হলেও আপনার জিমেইল টি নিরাপত্তার জন্য পাসওয়ার্ড চেঞ্জ করা হয় । মূলত জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে বেশি ঝামেলার না। আপনি যদি  প্রসেস জেনে থাকেন আপনি খুব সহজেই একটা জিমেইল এর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। একটা জিমেইল এর পাসওয়ার্ড চেঞ্জ করা কয়েক মিনিটের ব্যাপার , আপনিও চাইলে খুব সহজেই জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। নিরাপত্তার জন্যই হোক বা অন্য কোনো কারণে হোক আপনি যেকোনো কারনেই আপনার জিমেইল এর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।  আপনাদেরকে একটা কথা বলে রাখি জিমেইলের পাসওয়ার্ড মানেই হচ্ছে গুগোল এর পাসওয়ার্ড। আপনি যদি আপনার জিমেইল এর পাসওয়ার্ড পরিবর্তন করে থাকেন তাহলে আপনার গুগলের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই। এছাড়া অটোমেটিকভাবে আপনার ইউটিউব একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে এবং একই সাথে গুগলের যতগুলো সার্ভিস আছে সবগুলোই পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করলে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে এবং কম্পিউটার থেকে আপনার জিমেইল এর পাসওয়ার্ড পরিবর্তন করবেন।  কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন তার  বিস্তারিতভাবে আপনাদেরকে দেখায় দিতেছি আপনারা খুব সহজেই ভাবে জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করবেন আমরা আমি যেভাবে আপনাদেরকে দেখাবো। 

এন্ড্রয়েড মোবাইলে পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম 


1. আপনার ডিভাইস থেকে প্রথমে জিমেইল অপশনে যেতে হবে। 



2. এরপর রয়াল চিহ্নিত জিমেইল একাউন্ট এর উপর ক্লিক করতে হবে




3. এরপর আপনি স্ক্রিনে দেখতে পারেন ম্যানেজ ইউর গুগোল একাউন্ট এখানে ক্লিক করতে হবে




4. এরপর আপনি সিকিউরিটি নামের একটি অপশন দেখতে পারবেন  এখানে ক্লিক করতে হবে






5. এরপর আপনি দেখতে পাবেন সাইন ইন টু গুগল থেকে পাসওয়ার্ড সিলেটের করবেন





6. এরপর আপনাকে আপনার জিমেইল এর পাসওয়ার্ড টি দিতে হবে পাসওয়ার্ড চেঞ্জ করার ক্ষেত্রে







6.   এরপর আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড  এই দুইটি দিলে আপনার পাসওয়ার্ড হয়ে যাবে





গুগোল এর পাসওয়ার্ড পরিবর্তন করার পরও আপনাদের সামান্য কিছু পরিবর্তন আনতে হবে। 

আপনি যখন আপনার জিমেইল এর পাসওয়ার্ড পরিবর্তন বা রিসেট করবেন তখন আপনার যে জিমেইল একাউন্টে আছে।  সেই জিমেইল টি যদি অন্য কোন মোবাইলে লগ ইন করা থাকে সেসকল মোবাইল থেকে সাইন আউট অটোমেটিক হয়ে যাবে। যদি সেসব মোবাইলে যদি আপনি আপনার  জিমেইলে ঢুকতে চান আপনাকে নতুন করে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। না হলে আপনাকে লগিন করতে দিবেনা যদি পাসওয়ার্ড না দেন। 

যদিও গুগলের সাইন ইন পলিসি ভিন্ন ভিন্ন হয়ে থাকে তবে নিম্নলিখিত ডিভাইসগুলোর এক্ষেত্রে একটু ভিন্নতা হবে সেগুলো নামে বিস্তারিত বলতেছি । 

*যেসব  জিমেইল সাইন ইন করার ক্ষেত্রে ভেরিফাইয়ের জন্য ব্যবহৃত হয়  সেই মোবাইলে সাউন্ড হবে না।

* যেসব মোবাইলের third-party অ্যাপ এক্সপ্রেস দেওয়া থাকবে সে সব মোবাইলে সাইন আউট হবে না। 

* যেসব  ডিভাইস যে আগে থেকে একাউন্টের অ্যাক্সেস দেওয়া আছে সেসব মোবাইল থেকে সাইন আউট হবে না।

নতুন পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে আপনার করণীয় 

নতুন পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে কিছুটা বিষয় অনুসরণ করা খুবই  একান্তভাবে জরুরী।  আপনি যদি আপনার জিমেইল এর শক্তিশালী পাসওয়ার্ড  ব্যবহার করেন তাহলে আপনি যে সকল সুবিধা পাবেন। 



*আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে গুগলের কাছে। 

*গুগল একাউন্টের সুরক্ষিত ইমেইল ফাইল ইমেজ ডকুমেন্ট সবকিছু সুরক্ষিত থাকবে গুগলের কাছে। 

*অন্য কেউ আপনার অ্যাকাউন্টে লগিন করতে পারবে না যদি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করেন। 

আপনি চাইলে পাসওয়ার্ড হিসেবে অক্ষর সংখ্যা   চিহ্ন। 



যেসকল পাসওয়ার্ড থেকে আপনি এড়িয়ে চলবেন


*দুর্বল পাসওয়ার্ড abc123 

*পূর্বে যে পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন সেটা ব্যবহার করা 

* ধারণা করা সহজ পাসওয়ার্ড ব্যবহার করা 

*আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে পাসওয়ার্ড ব্যবহার করা যেগুলোর অনেকেই জেনে যায় 


একটি শক্তিশালী পাসওয়ার্ড এর বৈশিষ্ট্য হলো . এই পাসওয়ার্ড আপনার মনে থাকল অন্য কেউ সহজে ব্যবহার করতে পারবে না।  চলুন আমরা জেনে নেই শক্তিশালী বা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে কি কি করনীয়।


আপনার পাসওয়ার্ড সবার থেকে আলাদা রাখার চেষ্টা করুন

আপনার প্রতিটা আলাদা আলাদা একাউন্টের জন্য আপনি আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করুন। যেমন হিসেবে আপনার ইমেইল এবং অনলাইন ব্যাংকিং এর পাসওয়ার্ড  কখনো   একই রাখবেন না ,চেষ্টা করবেন আলাদা আলাদাভাবে রাখার জন্য।  পূর্বের পাসওয়ার্ড কখনো সেট করবেন না এক্ষেত্রে প্রবলেম হবে কি আপনার যদি পুর্বের পাসওয়ার্ড কোনো ফ্রেন্ড জেনে থাকে তাহলে খুব সহজে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্সেস নিতে পারবে পূর্বের পাসওয়ার্ড দিয়ে। এছাড়া একই পাসওয়ার্ড ব্যবহার করা অ্যাকাউন্টের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে আপনার একটি একাউন্টের পাসওয়ার্ড  পাইলে আপনার  একাউন্টে ঢুকতে পারবে। 


আপনার পাসওয়ার্ডটি বড় এবং মনে রাখবে তেমন ধরনের পাসওয়ার্ড ব্যবহার করুন 

আপনার ব্যবহৃত পাসওয়ার্ডটি যত বড় হবে আপনার সিকিউরিটি কত শক্তিশালী হবে।

আপনার ব্যবহৃত পাসওয়ার্ডের সংখ্যা অন্তত 12 ডিজিটের হয়ে থাকে সে ক্ষেত্রে লক্ষ্য রাখবেন। পাসওয়ার্ডটা যত শক্তিশালী হয় এবং মনে থাকে এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করুন।উদাহরণস্বরূপ আমি কিছু পাসওয়ার্ডের কথা বলতেছি আপনি চাইলেও এই ধরনের  পাসওয়ার্ড সেট করতে পারেন । 



* কোন কবিতা বা গানের লাইন ব্যবহার করতে পারেন

* কোন বক্তার বক্তৃতা অথবা চলচ্চিত্রের সংলাপ ব্যবহার করতে পারেন

* কোন ইংলিশ  প্যাসেজ এর অংশ  লিখে রাখতে পারেন

* আপনার কিছু গুরুত্বপূর্ণ শব্দ যা সহজেই মনে পড়বে

* কোন একটি বাক্যের বিপরীত শব্দ লিখে রাখতে পারেন


Post a Comment (0)
Previous Post Next Post