কিভাবে ইউটিউব এর ভিডিও এর ভিউ বাড়াবেন ?

 যারা নতুন  ইউটিউবে কাজ করেন তাদের  সাধারণত অভিজ্ঞতা কম  থাকে । তাই তাদের ভিডিওর ভিউ কম নয় তারা অনেক ধরনের সমস্যা  পড়ে থাকে।আমাদের ইউটিউবে আপলোড করা ভিডিওগুলো দেখে কম হয় সেক্ষেত্রে কিভাবে ইউটিউবে ভিউ  বাড়াবে  এই কথাটা আমাকে অনেকেই বলেছে।তবে ইন্টারনেটে ইউটিউবের ভিডিওর ভিউ বাড়ানোর উপায়  বা সমাধান  রয়েছে।আমরা অনেকেই  বিভিন্ন ব্লগ বা আর্টিকেল  পরী কিভাবে ইউটিউবের ভিডিওর ভিউ বাড়ানো যাবে কিন্তু এই আর্টিকেলগুলো পড়ে সম্পূর্ণভাবে তথ্য পাবেন না যে কিভাবে ভিডিওর ভিউ বাড়াবেন। ইউটিউব ভিডিও ভিউ  বানানোর জন্য আপনাকে লোকেদের কাছে  পৌঁছে দিতে হবে।যখন লোকেরা আপনার ভিডিও  এর ব্যাপারে শুনবে তখন যদি ওই ধরনের প্রয়োজনীয়তার দেখার প্রয়োজন থাকে, তাহলে সে  আপনার ভিডিওটি দেখতে পারে।তাই আপনার আপলোড করা ভিডিওগুলো ভিউ বাড়ানোর সার্চ ইঞ্জিনগুলোর কাজ করবে।

কিভাবে ইউটিউব এর ভিডিও এর ভিউ বাড়াবেন ?
কিভাবে ইউটিউব এর ভিডিও এর ভিউ বাড়াবেন ?

 সেটা হল ইউটিউব সার্চ ইঞ্জিন (Youtube search) 

কিন্তু আজ Youtube Search algorithm and Youtube Bot Detection Capacity দিনের-পর-দিন অনেক উন্নত হওয়ার কারণে Youtube Search এর  মাধ্যমে video view  বর্তমানে খুবই কঠিন করেছে ইউটিউব কর্তৃপক্ষ। 

কারণটা হচ্ছে প্রতিযোগিতার যুগ এ হাজার হাজার লোক  একই  বিষয় নিয়ে ভিডিও তৈরি করছে।  ইউটিউবে আপলোড করা ভিডিও কার ভিডিও বেশি ভিউ দেবে সেটাই কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে। 

 তবে আপনার আপলোড করা ভিডিও গুলো যদি লোকের কাছে ভালো করে পৌঁছায় এবং ভিজিটর যদি আপনার ভিডিওটা দীর্ঘসময় ধরে দেখি, তাহলে ইউটিউব আপনার ভিডিওটা ইউটিউবে সার্চ   এ প্রথমের দিকে আনবে।  যদি আপনার ভিডিওগুলো প্রথমের দিকে আসে তাহলে ভিউ বাড়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।তাই আপনাকে ভালো মানের ভিডিও তৈরি করতে হবে যাতে   ভিজিটররা আপনার ভিডিও দেখতে  ধরলে যেন কেটে দিয়ে চলে না যায়। তাহলে দেখবেন আপনার ভিডিওর  view  অনেকটা বেড়ে যাবে।   এছাড়া আরো অনেক কিছু বিষয় রয়েছে এই বিষয়গুলো নিয়ে কাজ করলে  আপনার ইউটিউব view 70%  বাড়িয়ে দিতে পারবেন। 

                          চলুন সেই বিষয়গুলো নিয়ে আলাপ-আলোচনা করি।


কিভাবে ইউটিউবের ভিউ বাড়াবেন ?

ইউটিউব আজ অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে ভিডিও শেয়ারিং এর ওয়েবসাইট হিসেবে এই ওয়েবসাইটে প্রত্যেক দিন হাজার হাজার ভিডিও আপলোড করা হয়।আপনি যদি একজন  Youtube Video Content  creator হয়ে থাকেন এবং  ফ্রিতে আমি যে  মাধ্যম ব্যবহার করে আপনার ভিডিও এর ভিউ বাড়িয়ে নিতে পারেন তবে আপনাকে কিছুটা সময় লাগবে। 


ইউটিউব এর সার্চ রেজাল্ট থেকে কিউ পাওয়ার জন্য কি কি করতে হবে আপনাকে? 

Google Search Engine এর মতই Youtube  এর নিজের একটি Algorithm  রয়েছে।  যার মাধ্যমে ইউটিউব যেকোনো বিষয়ে ধাকা হাজার হাজার ভিডিওগুলি  এর মধ্যে থাকা সেরা ভিডিও গুলো ইউটিউব এর প্রথম পাতায় view  করায়।  তাই আপনাকে ভিডিওগুলো কে ইউটিউব এর Algorithm এর জন্য optimize করতে হবে।  এটি আপনার ভিডিওগুলো ইউটিউবে প্রথম পেজে  রেজাল্ট হিসেবে দেখানোর 75%  সুযোগ বেড়ে যায়। 

 এর ফলে আপনার ভিডিও গুলোতে ভিউ বেশি পাওয়ার আশা করা যায়।  তাই আর দেরি না করে চলুন ইউটিউবে সার্চ থেকে view  জন্য  আপনার ভিডিওগুলো  কিভাবে optimize করতে হবে তা জেনে নেই। 



  1. Pick Tag that will be Good for Seo

আপনারা যারা ইউটিউবে ভিডিও আপলোড  করেন তারা অবশ্যই জানেন যে ইউটিউবে ভিডিও আপলোড করার সময় ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন আপনার সাথে সাথে video tag  অপশন দেওয়া আছে। 

 এই video tag অপশনে ভিডিও সাথে জড়িত কিছু কিছু ট্যাগ আপনাদের সংযুক্ত করতে হবে।আপনি যদি সঠিক video tag ব্যবহার করেন Youtube Search Algorithm অনেক সহজে আপনার ভিডিওর বিষয় বাক্যটি  ইউটিউব বুঝতে  পারে।

  এতে করে হয়  আপনার ব্যবহৃত ভিডিও ট্যাগ বা ওয়ার্ড  গুলি দিয়ে মানুষ যখন Search  দিবে ইউটিউব আপনার ভিডিও টা সামনে আসবে।  তাই আপনাকে মনে রাখতে হবে Youtube search  থেকে  অধিক View  পেতে গেলে,ভিডিওর সাথে জড়িত Video tag  এর ব্যবহার করা জরুরি। 


 এক্সাম্পল হিসেবে 

আমি একটি ভিডিও তৈরি করছি  Youtube থেকে  টাকা আয় কিভাবে করবেন। তাহলে এর জন্য যে ভিডিও tag  গুলো দিতে হবে


* কিভাবে ইউটিউব  থেকে আয় করা যায়। 

* how to earn money youtube।  

*ইউটিউব থেকে আয় করার সহজ উপায় 2021

*ollie in come from Youtube 2022।

*কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন



এ ধরনের অনেক tag বা keyword  আপনি ব্যবহার করতে পারেন যেগুলোর ইউটিউব ভিডিও এর সাথে জড়িত এবং যেগুলি অনেক জনপ্রিয়।

 আমার ইউটিউব এর ভিডিও গুলো অনেক কম view  ছিল এই প্রক্রিয়াকরণে কারণে আমার  একটা ভিডিও মোটামুটি  view  হয়েছে ইউটিউবে। 

 আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেল টি ঘুরে আসতে পারেন  Chanel Here। 


  1. Keyword  research seo video description

দেখুন গুগলে সার্চ হোক কিংবা ইউটিউবে সার্চ এর মাধ্যমে ফ্রি ট্রাফিক পাওয়ার জন্য আপনাকে descriptio সঠিক কিওয়ার্ড ব্যবহার করতে হবে। 

আমরা  অন্যভাবে বলতে পারি  ইউটিউব এর ভিডিও view  পাওয়ার জন্য Keyword  research seo video description ব্যবহার করা জরুরি। 

 আপনি যে কি-ওয়ার্ড কে তারগেট করে  ভিডিও তৈরি করছেন সেই কীওয়ার্ডগুলি description দুই থেকে তিনবার ব্যবহার করবেন। এর কারণ হচ্ছে আপনি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করছেন সেই  বিষয়টি description-এ দেখে   সহজেই প্রকাশ পাবে। 


 এক্সাম্পল  হিসেবে 

আমি যদি একটা ভিডিও তৈরি করি ‘how to increase youtube video view’ তাহলে আমার   video  description টা  এভাবে দিতে হবে।

‘’ আমি এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে সহজে আপনার ভিডিও এর view  বাড়াবেন। আমি আপনাদেরকে 7    টা  উপায় বলবো যে সব  উপায়  এর মাধ্যমে আপনাদের ভিডিও সহজেই view  নিতে পারেন” পারলে সাতে লিংক দিয়ে দিবপন। 


 আপনারা উপরের লেখাগুলো একটু খেয়াল করে দেখবেন video description টার্গেট করে আমি কি ওয়ার্ড ব্যবহার করেছি। এখানে বলে রাখা ভালো যে descriptio 300  থেকে 500  শব্দের ভিতর লেখা উত্তম। 

 এর সাথে আপনাদেরকে long-tail Keyword ব্যবহার করার দিকে আপনাকে নজর রাখতে হবে ,কিভাবে সাধারণত Keyword  research description   লিখে থাকি আমরা  Youtube Search Algorithm কে আমরা ভিডিও সঠিক তথ্য দিয়ে Youtube Search এর দ্বারা ভিডিওর ভিউ  অনেক গুণে বৃদ্ধি করতে পারি।


  1. Content Is King 

আমি ধরে নিলাম আপনি  ইউটিউব এর জন্য ভিডিও তৈরি করবেন,  কিন্তু আপনার ভিডিওটি ভালো হয়নি তাহলে আপনার তৈরি করা ভিডিওটি ব্যথা হয়ে যাবে।এক্ষেত্রে আপনি সফল ইউটিউবার হতে পারবেন না।আপনার সফলতা নাই  বলে চলবে, সেক্ষেত্রে আপনাকে ভিডিও তৈরি করার সময় আপনার যদি ভিডিও টা ভাল হয় সেদিকে আপনাকে নজর রাখতে হবে।কারো ভিডিও কপি করে সে ক্ষেত্রে ইউটিউব আপনাকে ধরে ফেলবে।  ইউটিউবে ভিডিও তৈরি করতে গেলে নিজেদের ক্রিয়েটিভিটি থেকেই তৈরি করতে হয়। আপনি যদি  ক্রিয়েটিভিটি ভিডিও তৈরি না করেন তাহলে আপনার সফলতার  আসবেনা। 

2020   সালের  দিকে   Youtube Algorithm সবচেয়ে বেশি লক্ষ্য  করতেছে user view  এর উপর। 

 এর মানে হচ্ছে আপনার তৈরি করা ভিডিওটি মানুষ কি রকম দেখতে সেটার উপর ভিত্তি করে আপনার ভিডিওতে ইউটিউব (rank)  করাবে।  

আমি একটা ভিডিও তৈরি করছি  যেটা 5 মিনিট সময়ের একটু বেশি।আমার এই ভিডিওটি 200 জন লোক দেখেছে তারমধ্যে 150 জন আমার এই ভিডিওটি তিন থেকে চার মিনিট করে দেখেছেন।তার মানে দাঁড়ালো আমার এই ভিডিওটি তৈরি করা ভালো হয়েছে এবং লোকদের কাছে পছন্দ হয়েছে। এভাবেই ইউটিউব  watch time  উপলক্ষ করে Youtube Algorithm যেকোন ভিডিও Youtube Rank  করে থাকে।

তাহলে আমি উপরে যেটা কথা বললাম সেটা হচ্ছে আপনি যেই ভিডিও তৈরি করেন না কেন সেই ভিডিওটা মানুষ দীর্ঘ সময় ধরে দেখে তাহলে আপনার ভিডিওটি খুব সহজেই ইউটিউবে ব্যাংক করবে।

 এতে করে আপনার youtube watch tie  বৃদ্ধি পাবে। 


  1. Keyword Rich Title 

Keyword  এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানে ভিডিও টাইটেল এ আমাদের টার্গেট করা কীওয়ার্ডগুলি ব্যবহার  করা জরুলি  এর কারণটা হচ্ছে  Youtube Algorithm  আপনারvideo title ব্যবহার করে keyword  পড়ে বুঝতে পারে আপনার ভিডিওটি  কি বিষয় নিয়ে তৈরি  করেছেন।

 তাই আপনাদের ভিডিও টাইটেল target  করা  Keyword ব্যবহার না করেন তাহলে ইউটিউব আপনার ভিডিওর বিষয়টি বুঝবে না।  যার ফলে  ইউটিউব সার্চ রেজাল্টে আপনার ভিডিওটি সঠিক জায়গায় keyword  এর জন্য দেখাবেনা। তাই আপনি যে কীওয়ার্ডগুলি কে নিয়ে আপনি টার্গেট করে ভিডিও তৈরি করছেন সেগুলি কি ওয়ার্ড আপনার ভিডিওর টাইটেলে অবশ্যই রাখবেন। 


 এক্সাম্পল হিসেবে

আপনি যদি ‘ইন্টারনেট থেকে আয়’’  করার বিষয় নিয়ে  একটি ভিডিও তৈরি করেন।তাহলে আপনার ওই ভিডিওটি টাইটেল এভাবেই  লেখতে হবে।

 কিভাবে ইন্টারনেট এর মাধ্যমে আয় করবেন ?(পাঁচটি সহজ উপায়)

আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমি ভিডিও টাইটেলটি তৈরি করেছি মানুষ এই টাইটেলটি দেখলেই বুঝতে পারবে যে আমার ভিডিওটা কি বিষয় নিয়ে তৈরি করা হয়েছে।এরফলে হবে কি google  ও  Youtube Search Algorithmসহজে বুঝতে পারবে আপনার ভিডিওর বিষয়টি কি  নিয়ে তৈরি করেছেন।




5. Select Highly Search Keyword 

আমি ধরে নিলাম আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন ভিডিও তৈরি করেছেন সব ধরনের youtube video seo  প্রক্রিয়া মেনে কাজ করেছেন কিন্তু আপনার ভিডিও ইউটিউবে ভিউ হচ্ছে না, হলে হতে পারে আপনার keyword research না করেই আপনি ভিডিয়ো তৈরি করে ফেলেছেন। 


  • কিওয়ার্ড রিসার্চ কেন জরুরি?

কী-ওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে আমরা জেনে নিতে পারি যে যেকোনো কিওয়ার্ড এ মানুষ google and youtube কি পরিমান search  করে। 

Keyword research না  করে ভিডিও তৈরি করলে  ভিডিওতে টার্গেট করা keyword লোকদের কাছে কতটা প্রয়োজনীয়তা তা আপনি জানতে পারবেন না। 

 এর ফলে আমাদের তৈরি ভিডিও করে ইউটিউবে আপলোড করছি যদিও আমাদের বানানো ভিডিওর বিষয় নিয়ে ইউটিউবে বেশি সার্চ হচ্ছে না সে ক্ষেত্রে আমার ভিডিও বানাবে  বৃথা হয়ে যাবে। 



Youtube keyword research এর জন্য কিছু ফ্রী টুল ব্যবহার করে দেখতে পারেন। 


*Ahrefs

*Google Trends

*keywordtool.io

*tubebuddy

*VidiQ




তাহলে আমি যে উপরে ফ্রি youtube keyword research tool গুলি ব্যবহার করে আপনার ভিডিওর প্রয়োজনীয় keywordব্যবহার করতে পারেন।



6. Created Video Backlink

ব্লগিং এর মত আজকাল ইউটিউবের ভিডিওতে ব্যাকলিংক থাকাটা খুবই জরুরী হয়ে গেছে। এতে google  ও youtube  আপনার ভিডিও কে খুবই জনপ্রিয় বলে মনে করেন ইউটিউব কর্তৃপক্ষ। তাই আপনার ভিডিওর ব্যাকলিংক তৈরি করে আপনার ভিডিও ভিউ বাড়িয়ে নিতে পারেন।  যেমন আমি আমার ইউটিউব চ্যানেল link দিয়েছি এতে করে আমার চ্যালেনের কিছুটা বেড়ে যেতে পারে। আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের লিংক  Quora  দিতে পারেন। Quora প্রশ্নের উত্তর অনেক জনপ্রিয়তা ,আপনি যে কোন একটা বিষয় নিয়ে উত্তর তৈরি করে Quora  লিংক দিলেন তাহলে আপনার  ভিডিও এর ভিউ পাবেন। 


আমি উপরে যেগুলি seo  নিয়ম বললাম সেগুলি ব্যবহার করে আপনার channel   গুগল সার্চ এবং ইউটিউব সার্চ এর মাধ্যমে ইউটিউব ভিউ বাড়িয়ে নিতে পারেন অনেক গুণ।


এছাড়া আরও কয়েকটি পদ্ধতি আছে যার মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও এর ভিউ   বাড়িয়ে নিতে পারেন। 


Youtube Seo optimization এছাড়া অনেক কিছু রয়েছে যার মাধ্যমে আপনার ভিডিও  অধিক ভিউ পেতে  পারেন।  কারণ seo optimization এর মাধ্যমে আমাদের ইউটিউবে আপলোড করার ভিডিও  যদি  top পাঁচ নাম্বারে আসে, তাহলে মানুষ কিন্তু 1 থেকে 4 নম্বর ভিডিওগুলো আগে দেখবে। এছাড়া  আমাদের Video optimization  করলেই ভিজিটররা আমাদের ভিডিওতে ক্লিক করে দেখবে। 



A. choose a good thumbnail


আপনি যে ভিডিওটা তৈরি করেছে তার  উপর  ভিত্তি করে thumbnail   টা  বানাতে হয়  কারণটা হচ্ছে ইউটিউব এর ভিজিটররা thumbnail উপরে ভিত্তি  85 % আপনার ইউটিউব এর ভিডিওটা দেখবে।  আপনি যে  thumbnail  তৈরি করবেন সেই image  টা high quality image  ব্যবহার করবেন। 

আকর্ষণীয়  thumbnail design থাকলে আপনার ভিডিওতে খুব সহজেই view  পাবে। 



B. ভিডিও টাইটেল  ছোট ও আকর্ষণীয় হয়

 আপনি টাইটেলটা ব্যবহার করবেন সেটা  যেন ছোট এবং আকর্ষণীয় হয় তাহলে ভিজিটররা চোখে পরবে।তাহলে মানুষ ভিডিওটা সম্পর্কে খুব সহজে বোঝে যাবে এবং ক্লিক করে দেখবে।


C. সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

আপনি যে ভিডিওটা তৈরি করেছে আপনি কিছু সোশ্যাল মিডিয়াতে www.facebook.com শেয়ার করুন তাহলে আপনার ভিডিও এর ভিউ বেড়ে যাবে এবং  ইউটিউবে Rank করবে।   ব্যবসা জগতে একটা কথা আছে  “( প্রচার করুন প্রসার  হবে)’ আপনার ব্যবসা।

D. আপনার ব্লগে শেয়ার করুন

আপনার ইউটিউব চ্যানেলের সাথে জড়িত আপনার ব্লগ বানানো থাকলে আপনি সেই ব্লগে কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায়, কিভাবে শেয়ার করা যায়, কিভাবে ভিউ পাওয়া যায় ইত্যাদি বিষয় নিয়ে লেখালেখি করুন এবং সাথে আপনার ব্লগে আপনার ইউটিউব চ্যানেলের লিংক টা দিন তাহলে আপনি কিছুই View  পাবেন এবং সাবস্ক্রাইবার পাবে।


 পরিশেষে আমরা বলতে পারি যে
আমি  উপরেআলাপ-আলোচনা গুলো করেছি, এগুলোর মাধ্যমে আপনার একটাই Youtube channel  view  পাওয়ার উপায় গুলো নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে। আশা করি  উপরে যে আলাপ আলোচনা করেছি যদি মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনি  view And subcribber পাবেন ইনশাআল্লাহ।   যদি কিছু ভুল করে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।   bloge   টি যদি আপনার ভাল লাগে  তাহলে আপনারটা Facebook profile   শেয়ার করতে পারেন।

 ধন্যবাদ আপনাকে  কষ্ট করে পড়ার জন্য ।


Post a Comment (0)
Previous Post Next Post