টেলিটক নাম্বার চেক How to check Telitalk numeber

 টেলিটক নাম্বার চেক কোড


টেলিটক সিমের সকল কোড


হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে খুব সহজেই আপনার টেলিটক নাম্বার  চেক করে আপনি দেখতে পারবেন।আপনার টেলিটক সিমের নাম্বার টি পরীক্ষা করার জন্য শুধু একটি কোড ডায়াল করলেই হবে নাম্বারটি হচ্ছে টেলিটক নাম্বার চেক কোড *551#। আপনি যদি আপনার টেলিটক সিমের নাম্বার টি ভুলে যান আপনি খুব সহজেই এই ইউএসডি নাম্বারটা ডায়াল করে আপনি খুব সহজেই আপনার টেলিটক সিমের নাম্বার টি দেখতে পারবেন। আমি উপরে যে নাম্বারটি বলেছি এই নাম্বারটি বাংলাদেশের সকল টেলিটক গ্রাহকের জন্য। আপনারা এই কোডটি সকল টেলিটক সিমের পোষ্টপেইড এবং প্রিপেড সিমে ব্যবহার করে আপনাদের নাম্বার দেখতে পারবেন । এছাড়াও আপনি যদি চান আপনার মেসেজ অপশন এর মাধ্যমে আপনার টেলিটক সিমের নাম্বার জানতে পারবেন। মেসেজ অপশন এর মাধ্যমে নাম্বার জানার প্রক্রিয়াটি হচ্ছে। আপনি মেসেজ অপশনে গিয়ে W Sent 123 এ নাম্বারে পাঠিয়ে দিলে আপনাকে ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার নাম্বার টি জানিয়ে দেওয়া হবে।

টেলিটক নাম্বার চেক
টেলিটক নাম্বার চেক



টেলিটক সিমের নাম্বার দেখার নিয়ম সহজ করে তুলে ধরলাম ইউএসডি কোড এর মাধ্যমে


আপনি যদি *551# ডায়াল করার প্রক্রিয়াটি না জেনে থাকেন তাহলে আমি আপনাকে সহজ করে বুঝিয়ে দিচ্ছি আপনি এভাবেই নাম্বারটি বের করতে পারবেন।


* প্রথমে আপনার মোবাইলের ডায়ালগ  অপশনে যাবেন।

* এরপর আপনি ইউএসডি নাম্বারটি ডায়াল করবেন *551#।

* আপনার যদি সিম দুইটি থাকে তাহলে আপনি টেলিটক সিম টি সিলেক্ট করবেন।

* আপনার সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ড অপেক্ষা করতে হবে।

* এরপর নতুন উইন্ডো যে আপনাকে জানিয়ে দেবে আপনার টেলিটক নাম্বার টি। 




টেলিটক সিমের নাম্বার দেখার নিয়ম সহজ করে তুলে ধরলামমেসেজ এর এর মাধ্যমে 


* প্রথমে আপনার ফোনে ম্যাসেজ অপশনে যাইতে হবে।

* এরপর আপনি ক্রিয়েটেড এ নিউ মেসেজ অপশন সিলেক্ট করবেন।

* এরপর আপনি W লিখে 123 মেসেজ সেন্ড করবেন।

* সর্বশেষ ধাপ হিসেবে আপনাকে একটা ফিরতি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার টেলিটক নাম্বার টি। 




টেলিটক ব্যালেন্স চেক


আমরা সাধারণত টেলিটক সিম খুবই কম ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় চাকরির অ্যাপ্লিকেশন করতে গেলে টেলিটক থেকে প্রেমেন্ট দিতে হয় সে ক্ষেত্রে আমাদের টেলিটক সিমের ব্যালেন্স চেক করা নাম্বার জানা এগুলো দরকার হয়ে থাকে।এখন আমি আপনাদেরকে জানাবো আপনাদের টেলিটক ব্যালেন্স চেক করার কোড।  আপনি খুব সহজেই USSD কোড ডায়াল করে খুব সহজে আপনার টেলিটক সিমের নাম্বার দেখতে পারবেন।  টেলিটক ব্যালেন্স চেক কোড *152#।   আপনারা এই ইউএসএসডি কোডের মাধ্যমে খুব সহজে আপনার টেলিটক নাম্বার টি দেখতে পারবেন।





টেলিটক এমবি চেক

টেলিটক সিমের ইন্টারনেট ব্যালেন্স দেখার জন্য আলাদা আপনাদের কোন নাম্বার ডায়াল করতে হবে না।কেননা আপনি যদি টেলিটক সিমের ইন্টারনেট প্যাকেজ কিনে থাকেন তাহলে আপনি মূল ব্যালেন্সের সাথে অটোমেটিক দেখতে পারবেন।মূল ব্যালেন্স দেখার কোড টি হচ্ছে *152#। আপনি এই নাম্বারটা ডায়াল করলে আপনার মূল ব্যালেন্স ও ইন্টারনেট ব্যালেন্স একসঙ্গে চেক করতে পারবেন আপনাকে অতিরিক্ত কোন নাম্বার ডায়াল করার দরকার হবে না। 

এছাড়াও আপনি আরেকটা  ইউএসএসডি কোড এর মাধ্যমে ডায়াল করে সকল ধরনের ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন ও বিভিন্ন ধরনের অফার জানতে পারবেন করতে হচ্ছে *111#৷ 



টেলিটক অল ইন ওয়ান 


আমরা সর্বশেষে বলতে পালিয়ে যাই টেলিটক সিমের all-in-one সকল ধরনের ব্যালেন্স চেক ইন্টারনেট চেক এসএমএস চেক সবকিছু  এক জায়গায় করতে পারবেন  সেটি হচ্ছে টেলিটকের অফিশিয়াল অ্যাপ্লিকেশন এর মাধ্যমে।এছাড়াও আপনারা টেলিটক সিমের সকল অফার এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানতে পারবেন। আমি আপনাদেরকে এই অ্যাপটির লিঙ্ক  দিতেছি আপনারা চাইলে এই লিংকের মাধ্যমে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন অথবা আপনারা নিজেই গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারেন টেলিটক বিডি এটা লিখে সার্চ করলে টেলিটকের অফিশিয়াল অ্যাপ্লিকেশন টি আপনার সামনে হাজির হবে


Download Link


টেলিটক ব্যালেন্স চেক

Post a Comment (0)
Previous Post Next Post