হ্যালো বন্ধুরা আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যামটাসিয়া 9 ফুল ভার্সন করবেন।
আমরা যারা প্রতিনিয়ত ইউটিউব এ ভিডিও এডিটিং করে যারা কাজ করে থাকি তাদেরকে ক্যামটাসিয়া 9 প্রয়োজন হয়ে থাকে। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ক্যামটাসিয়া 9 এর বিকল্প কিছু নাই। তাই আমি আজ
![]() |
camtasia 9 full version bangla tutorial |
আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যামটাসিয়া 9 ফুল ভার্সন করবেন। আমি আপনাদেরকে যে প্রচেষ্টা দেখাবো আপনারা সে ভাবে কাজ করলে 100% আপনাদের ক্যামটাসিয়া 9 কাজ করবে। আমি ঠিক যেভাবে দেখেছি আপনার ঠিক সেভাবেই কাজ করবেন না হলে একটু ভুল হলে আপনার কম্পিউটার কাজ করবে না।
1. প্রথমে আপনাকে যে কাজ করতে হবে আপনার ক্যামটাসিয়া যে ফোল্ডারে রেখেছেন সেই folder টা ওপেন করতে হবে। এরপর আপনাকে যে কাজটা করতে হবে আপনার কম্পিউটারে ক্যামটাসিয়া যে মূল যে সফটওয়্যার টা আছে সেটাকে আপনি setup দিয়ে নিতে হবে।
2.দ্বিতীয় ধাপে আপনাকে যে কাজটা করতে হবে। আমি আপনাদেরকে যে সফটওয়ারটা দিবো সেই সফটওয়্যারের ফোল্ডার এর মাধ্যমে দেখবেন ইন্ট্রোডাকশন টু নামে একটা টেক্সট ফাইল আছে। খুঁজবেন সেই টেক্সট ফাইলে কিছু টেক্সট আছে।
আমি স্ক্রিনশট যে লেখাটুকু দেখাইছি দেখেছি আপনি এই টেক্সট কপি করে নিবেন।
3.
এরপরে আপনার কাজ হলো
কম্পিউটারের রান অপশন চালু করা।আমি যে ওপরে যে লেখা কপি করা দেখেছি, আপনি সেই কপি করার চেষ্টা এখানে পেস্ট করে ইন্টার প্রেস করুন।
4.
আপনার সামনে একটা নতুন একটা ফোল্ডার ওপেন হবে / আপনার সামনে যখন একটি নতুন ফোল্ডার ওপেন হবে আমার দেওয়া reginfo নামে একটা ফাইল পাবেন সেই fille কপি করে এই ফোল্ডারে আপনি পেস্ট করে দিবেন আমি ছবির মাধ্যমে বোঝা যেত সেখানে আমি দুইটা স্ক্রীনশট দেখাতে পারলে দিতেছি আপনাদের বুঝতে সুবিধা হয়
5.
এরপরে আপনার কাজ হলো regifo নামের যে ফাইলটি পাবেন সেই file আপনিআপনার মাউসের লেফট বাটন ক্লিক করে properties-এ যান এবং সেখান থেকে read-only করে দিবেন সবশেষে আপনি apply ক্লিক করে ok দিবেন এখানে আপনাকে আর কিছু করতে হবে না এখানে আপনার কাজ শেষ হয়ে গেছে / এর পরবর্তী ধাপে আপনাকে কাজ করতে হবে সেটা আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাইতেছে /
6.এখন আপনাদের যে কাজটি করতে হবে আপনার কম্পিউটার search থেকে windows firewall সার্চ দিবেন
7.এরপর আপনাদের যে কাজটি করতে হবে windows firewall থেকে advance setting কাজ করতে হবে
8.এরপর আপনাকে এই অকশন inbound rules ক্লিক করতে হবে
9. এরপর আপনাকে যে কাজটি করতে হবে new rules অপশনে ক্লিক করতে হবে
10. এরপর আপনাকে প্রোগ্রাম সিলেক্ট করতে হবে
এরপর আপনাকে next করতে হবে
11.
এরপর আপনাকে প্রোগ্রাম ফাইল সিলেক্ট করতে হবে
এরপর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে
এরপর আপনাকে যে কাজটি করতে হবে আপনার সেটা প্রোগ্রাম ফাইলটি সিলেক্ট করে দেখায় দিতে হয়
যখন আপনি প্রোগ্রাম ফাইল সিলেক্ট করে দেখে দিবেন তারপর আপনাকে ব্লক দা কালেকশন এই অপশনটিতে ক্লিক করে নেক্সট করতে হবে/