হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ কিছু কাজ

 আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে ।আপনারা যারা এই টিউনটি দেখতেছি আপনারা সবাই  হোয়াট্সঅ্যাপ সম্পর্কে জানেন আশা করি । দিন দিন হোয়াটসঅ্যাপ ব্যবহার  কারি এর সংখ্যা বেড়েই চলছে।  ইনস্ট্যান্ড মেসেজ প্ল্যাটফর্ম  মাধ্যমে ভয়েস কল এবং ম্যাসেজ এর মাধ্যমে কথা বলা যায়।  কিছুদিন আগে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ  এই হোয়াটসঅ্যাপ কোম্পানিকে কিনে নেয় এখন হোয়াটসঅ্যাপ এর মালিক মার্ক জুকারবার্গ। ফেসবুক মালিকাধীন  বর্তমানে বিশ্বের 800  মিলিয়ন মানুষ ব্যবহার করছে, দিন দিন এর ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলছে। কাজেই এই  অ্যাপস সম্পর্কে ব্যবহার আপনাদের জানতে হবে ভালো  করে। 



জেনে নিন হোয়াটসঅ্যাপের 10 টিপস ট্রিক


1. এক নম্বর হলো

 ধরুন আপনি আপনার ফ্রেন্ডের সাথে হোয়াটসঅ্যাপে চ্যাটিং অনেক করেছেন। আপনার ব্যবহৃত মোবাইল  টি হঠাৎ সমস্যা দেখা দিল, আপনারা এখন মোবাইল চেঞ্জ করতে হবে। কিন্তু আপনার চ্যাটিং এর হিস্টরি আপনার পুরাতন  মোবাইলের রয়ে গেছে। আপনি চাইলে আপনার এই  হিস্টরি গুলো আপনার নতুন মোবাইলে আনতে পারবেন, আপনি কিভাবে আনবেন  তা আপনি জানেন না।  আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার  হিস্টরি গুলো নতুন মোবাইলে আনবেন। এটি করতে আপনার হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে সিলেক্ট করতে হবে মেনু> সেটিং >চ্যাট  সেটিং >ব্যাকআপ করে নিন । ব্যাকআপ করা ফাইলটি আপনার নতুন মোবাইলের রিস্টোর করুন আপনার পুরাতন চ্যাটিং হিস্টোরি পুনরায় ফিরে পাবেন।


2. দুইনাম্বার বিষয় হলো

 ধরুন  আপনাকে এখন হোয়াটসঅ্যাপ চালাইতে হবে কিন্তু  আপনি যে হোয়াটসঅ্যাপ চালাবেন যেন অন্য কেউ বুঝতে পারে না আপনি এখন হোয়াটসঅ্যাপে অনলাইনে আছেন। আপনি চাইলে এটি বন্ধ করে রাখতে পারেন । এটি করতে গেলে আপনাদের সেটিং এ গিয়ে প্রাইভেসি পলিসি গিয়ে সেটিং অফ করে রাখতে পারেন তাহলে আপনাকে আর কেউ দেখতে পারবে না আপনি অনলাইনে আছেন।


3. বিষয় হল

এখন আমি যেটা বলতেছি সেটা একবারের  নতুন দের জন্য এটা হচ্ছে আপনি যদি কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, আপনার মেসেজটা সেন্ড হয়েছে কিনা আপনার মেসেজটি দেখছি কিনা আপনি বুঝতে পারবেন  কিভাবে বুঝতে পারবেন আপনার মেসেজের নিচে দুইটা নিল চিহ্ন আসবে যদি চিহ্ন আসে তাহলে বুঝবেন আপনার মেসেজটি দেখছি।



4.  নাম্বার বিষয় হলো।

 আইওএস অপারেটিং সিস্টেম হোয়াটসঅ্যাপ ব্লক করা যায় না। তবে আপনি চাইলে আপনার চ্যাট গুলো লক করে রাখতে পারবেন।এটা করতে গেলে আপনাদের বিভিন্ন ধরনের অ্যাপস লকার অ্যাপস পাওয়া যায় পেলেসটরি, এই অ্যাপস নামে আপনি লক করে রাখতে পারেন


5.  নম্বর বিষয় হলো

 আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কম্পিউটারে ব্যাবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনাকে কিউআর কোড স্ক্যান করে ব্যবহার করতে হবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। কিউআর কোড স্ক্যান করে নিলে আপনার সম্পূর্ণ  একাউন্ট কম্পিউটারের ব্যবহার করতে পারবেন। এখানে আপনি মোবাইলের মত চ্যাট করতে পারবে, আপনি চাইলে কম্পিউটারের মাইক্রোফোন ব্যবহার করে কথা বলতে পারবেন


6. বিষয় হলো

আপনার হোয়াটস্যাপ প্রোফাইলের  পিকচারটা দিয়েছেন আপনি চাইলেই এই  পিকচার অন্য কেউ দেখতে পারবেনা । আপনি চাইলে  এটা বন্ধ করে রাখতে পারেন। আপনাকে যা যা করতে হবে  সেটিং যাবেন   সেটিং> প্রাইভেসি > ফটো  এখানে  গিয়ে  লক করে রাখতে পারেন


7.  নাম্বার বিষয় হলো

 হোয়াটসঅ্যাপ গ্রুপ কনফারেশন খুবই বিরক্ত করে । এই group  থেকে সবসময় massege আসে য়াঅনেকটা বিরক্ত লাগে।  আপনি চাইলে নোটিফিকেশন অফ করে রাখতে পারেন। গুরুপ সেটিং এ গিয়ে নোটিফিকেশন মিউট করে রাখতে পারেন  তাহলে আপনার আর বিরক্তকর নোটিফিকেশন আসবেনা



8. নম্বর বিষয় হলো

 আপনার ডিলিট হওয়া মেসেজ গুলো পুনরায়  পেতে গেলে  সহজ উপায় হচ্ছে আপনার বোনের অ্যাপসটি আনইনস্টল করেন। এরপর আপনার অ্যাপটি পুনরায় ইনস্টল করেন। এখনো আপনার অ্যাকাউন্টটি সেটাপ করতে গেলে আপনাকে একটা অপশন দেখাবে আপনার পুরাতন ম্যাসেঞ্জার রিস্টোর  করবেন কিনা আপনি এখন থেকে তাইলে   পুনরায় ফেরত পাবেন



9. নামবার বিষয় হলো

 হোয়াটসঅ্যাপ ব্যবহার করি এন্ড্রোয়েড মোবাইল থাকলে আপনার চ্যাটিংয়ের  শর্টকাট তৈরি করতে পারেন ।সেটিং এরপ্রশ্নবোধক  বাটন চেপে ধরে  রাখুন ।তারপর আপনি কার্ড কনভার্শন সিলেটের করে রাখুন  এখন আপনার কাজ শেষ।



10. দশনাম্বার বিষয় হলো

আপনি চাইলে হোয়াটসঅ্যাপে বড় আকারের মেসেজ পাঠাতে পারেন। এই মেসেজ পাঠাতে হলে আপনাকে যা যা করতে হবে। আপনার  হোয়াটসঅ্যাপ সেটিং-এ গিয়ে New Broadcast   থেকে  করতে হবে ।এরপর নিউ ট্যাপ থেকে আপনি যাকে মেসেজ করেছেন তাকে মেসেজ পাঠাতে পারেন। 



এতক্ষণ ধৈর্য ধরে আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ 


Post a Comment (0)
Previous Post Next Post