কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন
আজ আমি আপনাদেরকে Youtube সম্পর্কে বলবো ,আপনারা যারা নতুন ,ইউটিউব সম্পর্কে কিছু জানেন না। তারা আমার এই পোস্টটা তে অনেক কিছু youtube সম্পর্কে জানতে পারবেন আশাকরি, ধর্য সহকারে আপনারা পোস্টটি পড়ুন ইউটিউব সম্পর্কে সবকিছু জানতে পারবে । তাই আপনারা পোস্টটি ধৈর্য্য সহকারে পড়ুন কাজে লাগবে । ইউটিউব হচ্ছে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম । ইউটিউব কে গুগোল 2006 সালে কিনে নেয় । বর্তমানে ইউটিউবে আড়াইশো কোটির মতো লোক ভিজিট করে প্রতিদিন ।এখানে সব ধরনের ভিডিও পাওয়া যায়, তবে আমি আজকে আলাপ আলোচনা করব কিভাবে ইউটিউব এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। তার সাথে আমার একটা জিনিস দেখাবো আপনারা কিভাবে আপনার ভিডিও বেশি ভিউ করাবেন এবং সাবস্ক্রাইবার পাবেন । আমি এই নিয়ে কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করলাম আপনারা দেখেন।
1 এক নম্বর বিষয় হল।
আপনি যদি ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে আপনার যে কোন একটি নির্দিষ্ট ক্যাটাগরির নিয়ে কাজ করতে হবে। আর হ্যাঁ আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, এই বিষয় নিয়ে আপনার নিজস্ব অভিজ্ঞতা থাকা লাগবে এবং অনেক চিন্তাভাবনা করে ভিডিও তৈরি করতে হবে। আপনারা সবসময় চিন্তাভাবনা করবেন নতুন কিছু নিয়ে ইউটিউবে কাজ করার জন্য। আগের মানুষ যে ভিডিও গুলো ভাল লাগত কিন্তু এখনকার যুগে ওই ভিডিওগুলো এখনকার যুগের মানুষকে এখন আর ভালো লাগেনা । তাই আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে ভিডিও তৈরি করতে হবে।তবে আমি আপনার রিকোয়েস্টটা ক্যাটাগরি বলে দিলাম এগুলো নিয়ে কাজ করতে পারেন ।
টিউটোরিয়াল এক্সপ্লেইনেশন চাকরির খবর নিউজ রান্না গেম
আমি উপরের যে ক্যাটাগরি নাম বলেছি নাম বলেছি এই ক্যাটাগরি বর্তমানে ভিডিওগুলো মোটামুটি ভিউ হচ্ছে । আপনি যদি আপনার ভিডিওগুলো ভিউ পেতে চান তাহলে নতুন কিছু ক্রিটিভ ভিডিও তৈরি করতে হবে। তবে কিছু কিছু ক্যাটাগরি আছে যেগুলো নিয়ে কাজ করলে আপনারা ভিডিওর মনিটাইজেশন পাবে না। আমি কিছু ক্যাটাগরির লিস্ট নিচে দিতেছি,দেখে নিয়েন
gaming (without commentary) tiktok whatsapp status Likeit without commentary any channel's no creativity slideshow image
উপরে যে ক্যাটাগরি নিয়ে আলাপ আলোচনা করলাম এই ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করলে ভিডিওর মনিটাইজেশন পাবেন না কারণ এখানে কোন ক্রিটিভ চিন্তাভাবনা চিন্তা ভাবনা নাই ইউটিউব সাধারণত ক্রিটিভ চিন্তাভাবনা চায় ।
2 দুইনাম্বার বিষয় হলো ।
এবার যে বিষয় হলো ইউটিউবে নিয়ম অনুযায়ী আপনি যে ভিডিও কোয়ালিটি আপলোড করবেন সেটা হচ্ছে 480p। তবে আমি আপনাদেরকে বলবো আপনারা সাধারণত 720p ভিডিও আপলোড করবেন। আপনি যত বেশি কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও তত তাড়াতাড়ি rank করবে। যারা প্রফেশনাল ইউটিউবার তারা সাধারণত 1080p ভিডিও আপলোড দিয়ে থাকে। আপনার ভিডিওর কোয়ালিটি ভালো কি না খারাপ সেটা মুখ্য বিষয় নয় বিষয় হচ্ছে আপনার ভিডিওটা ইউনিক হতে হবে যেন কারো কপি করা না হয়, কপি করা ভিডিও ইউটিউবে গ্রহণযোগ্য না।আপনাকে ভিডিও কোয়ালিটি ভালো হলে হবে না ভিডিও ওয়াচ টাইম বাড়াতে হবে গুগল রোবট আছে আপনার ভিডিওর ওয়াচ টাইম দেখবে এবং আপনার ভিডিও rank করতে নির্ভর করবে ।
সম
2.