কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন ?



 কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন 

আজ আমি আপনাদেরকে Youtube সম্পর্কে বলবো ,আপনারা যারা নতুন ,ইউটিউব  সম্পর্কে কিছু জানেন না। তারা আমার এই পোস্টটা তে অনেক কিছু youtube  সম্পর্কে জানতে পারবেন  আশাকরি, ধর্য সহকারে আপনারা পোস্টটি পড়ুন ইউটিউব সম্পর্কে সবকিছু জানতে পারবে । তাই আপনারা পোস্টটি ধৈর্য্য সহকারে পড়ুন কাজে লাগবে । ইউটিউব হচ্ছে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম । ইউটিউব কে গুগোল 2006 সালে কিনে নেয় । বর্তমানে ইউটিউবে আড়াইশো কোটির মতো লোক ভিজিট করে প্রতিদিন ।এখানে সব ধরনের ভিডিও পাওয়া যায়, তবে আমি আজকে আলাপ আলোচনা করব কিভাবে ইউটিউব এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। তার সাথে আমার একটা জিনিস দেখাবো আপনারা কিভাবে আপনার ভিডিও বেশি ভিউ করাবেন এবং সাবস্ক্রাইবার পাবেন । আমি এই নিয়ে কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করলাম আপনারা দেখেন।

1 এক নম্বর বিষয় হল।

আপনি যদি ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে আপনার যে কোন একটি নির্দিষ্ট ক্যাটাগরির নিয়ে কাজ করতে হবে। আর হ্যাঁ আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, এই বিষয় নিয়ে আপনার নিজস্ব অভিজ্ঞতা থাকা লাগবে এবং অনেক চিন্তাভাবনা করে ভিডিও তৈরি করতে হবে। আপনারা সবসময় চিন্তাভাবনা করবেন নতুন কিছু নিয়ে ইউটিউবে কাজ করার জন্য। আগের মানুষ যে ভিডিও গুলো ভাল লাগত কিন্তু এখনকার যুগে ওই ভিডিওগুলো এখনকার যুগের মানুষকে এখন আর ভালো লাগেনা । তাই আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে ভিডিও তৈরি করতে হবে।তবে আমি আপনার রিকোয়েস্টটা ক্যাটাগরি  বলে দিলাম এগুলো নিয়ে কাজ করতে পারেন ।

টিউটোরিয়াল এক্সপ্লেইনেশন চাকরির খবর নিউজ রান্না গেম

 আমি  উপরের যে ক্যাটাগরি নাম বলেছি নাম বলেছি এই ক্যাটাগরি বর্তমানে ভিডিওগুলো মোটামুটি  ভিউ হচ্ছে । আপনি যদি আপনার ভিডিওগুলো  ভিউ পেতে চান তাহলে নতুন কিছু ক্রিটিভ  ভিডিও তৈরি করতে হবে। তবে কিছু কিছু  ক্যাটাগরি আছে যেগুলো নিয়ে কাজ করলে আপনারা ভিডিওর মনিটাইজেশন পাবে না। আমি কিছু ক্যাটাগরির লিস্ট নিচে দিতেছি,দেখে নিয়েন


gaming (without commentary) tiktok  whatsapp status Likeit without commentary any channel's no creativity slideshow image


উপরে যে ক্যাটাগরি নিয়ে আলাপ আলোচনা করলাম এই ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করলে ভিডিওর মনিটাইজেশন পাবেন না কারণ এখানে কোন ক্রিটিভ চিন্তাভাবনা চিন্তা ভাবনা নাই ইউটিউব সাধারণত   ক্রিটিভ চিন্তাভাবনা  চায় ।


2 দুইনাম্বার বিষয় হলো ।

এবার   যে বিষয় হলো ইউটিউবে নিয়ম অনুযায়ী আপনি যে ভিডিও কোয়ালিটি আপলোড করবেন সেটা হচ্ছে 480p। তবে আমি আপনাদেরকে বলবো আপনারা সাধারণত 720p ভিডিও আপলোড করবেন। আপনি যত বেশি কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও তত তাড়াতাড়ি rank  করবে। যারা প্রফেশনাল ইউটিউবার তারা সাধারণত 1080p ভিডিও আপলোড দিয়ে থাকে। আপনার ভিডিওর কোয়ালিটি ভালো কি না খারাপ সেটা মুখ্য বিষয় নয় বিষয় হচ্ছে আপনার ভিডিওটা ইউনিক হতে হবে যেন কারো কপি করা না হয়, কপি করা ভিডিও ইউটিউবে গ্রহণযোগ্য না।আপনাকে ভিডিও কোয়ালিটি  ভালো হলে হবে না ভিডিও ওয়াচ টাইম বাড়াতে হবে গুগল রোবট আছে আপনার ভিডিওর ওয়াচ টাইম দেখবে এবং  আপনার ভিডিও rank  করতে নির্ভর করবে ।


3 তিন নম্বর বিষয় হলো

 আপনি যদি আপনার ভিডিওর সবচেয়ে বেশি ভিউ পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার ভিডিওতে থাম্বেল আছে সেটার উপর গুরুত্ব দিতে হবে বেশি করে। আপনার ভিডিওর থাম্বেল যত ভালো হবে তত তাড়াতাড়ি আপনার ভিডিওটা মানুষ দেখবে। ভিডিও থাম্বেল টা হচ্ছে এক ধরনের কভার এর মত, যার যত কভার ভালো তার পণ্য তথ্য বিক্রি হয়। আপনার যদি ভিডিও থাম্বেল বেশিটা ভালো না হয় তাহলে আপনার ভিডিও করাটা বৃথা হয়ে যাবে। কারণ এতে ভিজিটরের চোখে পড়বে না ।যেহেতু ভিডিও থাম্বেল ভিডিওতে ভিউ এনে দেয় সেহেতু আপনারা চেষ্টা করবেন থাম্মেল টা খুব সুন্দর আকৃষ্ট করার জন্য ,যেন মানুষ দেখলে ভিতরে ঢুকে দেখার চেষ্টা করে।


4  ভিডিও tag

ইউটিউব ভিডিও tag কি জিনিস
আপনারা হয়তো অনেকেই জানেন না, ইউটিউবে কোন কিছু সার্চ করলে এই tag  ভিডিও সামনে আনতে সহযোগিতা করে। ধরুন আপনি ইউটিউবে  লিখলেন আমি কিভাবে মাংস রান্না করবো ইউটিউবে সাধারণত অনেক হাজার হাজার ভিডিও রয়েছে, কিন্তু ইউটিউব কিভাবে বুঝবে যে আপনি এই ভিডিওটা   খুঁজতেছেন  ।আপনি যদি আজেবাজে ট্যাগ ইউজ করেন তাহলে আপনার ভিডিওটা ইউটিউব এর রেংক নাও করতে পারে। সব সময় চেষ্টা করবেন ট্যাগ ব্যবহার করার জন্য তাহলে আপনার ভিডিওটার  রেঙ্ক  খুব সহজে হবে।  আপনারা যদি ট্যাগ নিজে লিখতে না পারেন তাহলে কিছু কিছু ওয়েবসাইট আছে সেগুলোর মাধ্যমে আপনারা ট্যাগ নিতে পারেন, যেমন Rapid tagআপনার এই সাইটে দিয়ে খুব সহজেই tag  জেনারেট করতে পারেন।


5. ভিডিও টাইটেল

যেমন আপনি যদি কাউকে খুজেন তার একটা নাম থাকে ঠিক ইউটিউব ভিডিও যদি আপনি খুজেন তারা একটা টাইটেল থাকে, এই টাইটেল দিয়ে খুজে পাওয়া যায় আপনার কাংখিত ভিডিও। আমরা সাধারণত ইউটিউবে ভিডিও সার্চ করি তাহলে টাইটেল লেখে আমাদেরকে সার্চ করতে হবে। যদি আপনি সার্চ করতে ভুল করেন তাহলে আপনার কাঙ্খিত ভিডিওটা খুঁজে পাবেন না।



6 .ভিডিও ডিসক্রিপশন

আপনারা ইউটিউব এর ভিডিও দেখতে দেখতে নিচে একটা অপশন দেখতে পারবেন show more , আপনি এখানে ক্লিক করে আপনার ভিডিওর ডিসক্রিপশন টা দেখতে পারবেন। এখানে একটা ভিডিও বিস্তারিত লেখা থাকে ভিডিওটা কি সম্পর্কে তৈরি করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে আপনি 5000 ওয়াট পর্যন্ত আপনি লিখতে পারবেন। আপনারা সাধারণত ডিসক্রিপশন টা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন কারণ এখানেও ভিডিও view  হওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই ডিসক্রিপশন দেখে।আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে কিছু লিখে ভিডিওর ভিউ বাড়াতে পারেন। কিভাবে ডিসক্রিপশন বক্সে কি লিখবেন তার আমি কিছু নমুনা তুলে ধরলাম যাতে আপনার সহজেই করতে পারেন।

1.আপনার ভিডিও সম্পর্কে বিস্তারিত দিবেন ।
2. আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারবেন।
3. আপনি যদি কোনো প্লেলিস্ট এর লিংক দিতে পারবেন।
4.  আপনি যে ভিডিও গুলো তৈরি করতেছেন tag দিতে পারবেন।
5. আপনি চাইলে (#) হ্যাশট্যাগ সহকারে আপনার টাইটেল দিতে  পারেন।
6.  শেষ হিসেবে কিছু কথা দিতে  পারেন।

আজ এ পর্যন্তই বললাম পরবর্তীতে  আরো কিছু টিপস নিয়ে হাজির হব। যদি আপনাদের বুঝতে কোন
সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আশা করি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব
পোস্টটি এতক্ষণ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

সম



2.






Previous Post Next Post