প্রিয় ভিজিট আসসালামালাইকুম, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি,আজকে আমি আপনাদের যে tutorial টি শিখাবো সেটি হচ্ছে
গুগোল ফাইন্ড মাই ডিভাইস (Google Find My Device) এই বিষয়টি নিয়ে সবাইকে অবহিত করব।
![]() |
গুগোল ফাইন্ড মাই ডিভাইস কি Google find my device |
এছাড়াও আমি আপনাদেরকে দেখাবো গুগোল ফাইন্ড মাই ডিভাইস অ্যাপস এর কাজ কি এবং কি কিভাবে ব্যবহার করতে হয়, তা আমি আজকে আপনাদেরকে জানাবো।
আমি ধরে নিলাম আপনার স্মার্টফোনটি আপনার বাসার কোন জায়গায় রেখেছেন আপনি খুঁজে পাচ্ছেন না,তাহলে আপনি খুব সহজেই খুজে পাবেন কিভাবে বা আপনার হারিয়ে যাওয়া ফোনের লোকেশন জানতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে গুগোল ফাইন্ড মাই ডিভাইস কি (Google Find My Device)।
আপনার ফোনটি কখনো যদি চুরি হয়ে যায় তাহলে আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার মোবাইলে যে ডাটাগুলো আছে তা আপনি খুব সহজেই ডিলিট করে দিতে পারবেন। এতে করে হবে কি আপনার তথ্য বা ডাটা কিছুই পাবে না চোর। তাই আমাদের প্রত্যেকের এই গুগলের এই সফটওয়্যার টি সম্পর্কে আমাদের জানা উচিত।
কোন সময় যদি আপনার ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে আপনার এই সফটওয়ারটি কিছুটা উপকার করতে পারে। চলুন এবার আমরা দেরি না করে সফটওয়্যারটি সম্পর্কে সরাসরি জানা শুরু করি।
গুগোল ফাইন্ড মাই ডিভাইস কি Google Find My Device
সহজ ভাষায় বলতে গেলে এই সফটওয়ারটি গুগলের নিজস্ব ডেভলপার দিয়ে তৈরি করা।
এই সফটওয়্যার টি ব্যবহার করে গুগল ম্যাপে সাহায্য নিয়ে আপনার এন্ড্রয়েড ডিভাইস বা স্মার্টফোন ট্যাবলেট লোকেশন খুব সহজেই করতে পারবেন।এছাড়াও এই সফটওয়ারটিতে Lock Device নামের একটি দারুন ফিচার রয়েছে যার মাধ্যমে আপনার চুরি যাওয়া ফোন টি আপনি লক করে দিতে পারবেন। অথবা আপনি চাইলে আপনার মোবাইলটিতে মোবাইল নাম্বার মেসেজ আকারে চোর এর সামনে উপস্থাপন করতে পারবেন। অনেক সময় দেখা যায় আপনার ফোনটি হারিয়ে গিয়েছে এবং সেই সাথে আপনার ফোনটি লক করা ছিল আপনার হারিয়ে যাওয়া ফোন টি তে কোন সিম ছিল না সিম না থাকার কারণে আপনি ফোন টিতে ফোন দিতে পারছেন না। আপনার হারিয়ে যাওয়া ফোন টি একজন ভালো মানুষ পেয়েছে যে আপনার ফোনটি ফেরত দিতে চায় কিন্তু সেই লোক আপনার সাথে কোন যোগাযোগ করতে পারছি না সে ক্ষেত্রে আপনি আপনার হারিয়ে যাওয়া ফোন টি তে আপনার মোবাইল নাম্বারটি Massage আকারে পাঠাতে পারবেন। এতে করে আপনি সহজেই ফোনটি খুঁজে পেতে পারে। গুগলের এই দারুন ফিচার ব্যবহার করতে গেলে আপনাকে Google Find My Device এন্ড্রয়েড এপস টি ব্যবহার করতে হবে। ধরে নিলাম আপনার ফোনটি হারিয়ে গিয়েছে তাহলে আপনি এই অ্যাপসটি কিভাবে ব্যবহার করবেন সমস্যা নাই ওয়েব ভার্শন টি ব্যবহার করে আপনি কাজ করতে পারবেন।
Find My Device কি কাজে ব্যবহার করা হয় ?
আমি উপরে আগেই বলে রেখেছি এই সফটওয়্যারটির মাধ্যমে চুরি হওয়া বা হারিয়ে যাওয়া ফোন গুলোকেই ট্র্যাক করা ক্ষেত্রে এই সেবা ব্যবহার করা হয়।
ধরুন আপনার ফোনটি হারিয়ে গিয়েছে বা চুরি হয়ে গিয়েছে এক্ষেত্রে আপনাকে আপনার পরিচিত কাউকে ফোন নিয়ে এই গুগল ফাইন্ড মাই ডিভাইস সফটওয়্যার টি ইন্সটল করে আপনার ফোনের সকল তথ্য ডিলিট করে দিতে পারেন। আপনাকে মনে রাখতে হবে আপনার হারিয়ে যাওয়া ফোন টি তে যে জিমেইল লগইন করা ছিল, আপনার বন্ধুর ফোনে যে ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ টি ডাউনলোড করেছেন আপনার ফোনের সেই জিমেইল লগইন করতে হবে। আপনি যদি অন্য জিমেইল লগইন করেন তাহলে কিন্তু হবে না। আমি ধরে নিলাম আপনার জিমেইল টি ফাইন্ড মাই ডিভাইস এ লগইন করেছেন তাহলে আপনি আপনার হারিয়ে যাওয়া ফোন টি কে ট্র্যাক করতে পারবেন মোবাইল ফোন লক করে দিতে পারবেন মোবাইল ফোনের ডিসপ্লেতে মেসেজ আকারে আপনার মোবাইল নাম্বারটি পাঠাতে পাঠাতে পারবেন আপনার ফোনের রিংটোন বাজাতে পারবেন আপনার ফোনকে ডাটা ডিলিট করে দিতে পারবেন এই সকল কাজ এই সফটওয়্যারটির মাধ্যমে করতে পারবেন।
Google Find My Device App এর বৈশিষ্ট্য গুলো কি কি তা বিস্তারিত আকারে থাকবে
একটি মোবাইল হারিয়ে গেলে মোবাইল মালিকের সর্বপ্রথম যে চিন্তাধারা আসে আপনার মোবাইলের সিকিউরিটি বা নিরাপত্তা নিয়ে।
মোবাইল লক করা ছিল কিনা সেখানে থাকা আপনার তথ্য বা ডাটা অন্য কারো হাতে চলে যায় নাকি
এরকম হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে থাকে
গুগোল ফাইন্ড মাই ডিভাইস এর ব্যবহার এর ফিউচার গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
Check Your Devices Location
এই সফটওয়্যার টি সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হল এই সফটওয়্যারটির মাধ্যমে লোকেশন জানা যায়
সে ক্ষেত্রে আপনার ফোনের লোকেশন চালু থাকা লাগবে। আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার ফোনের লোকেশন সঠিকভাবে জানতে পারবেন।
Play Sound
অনেক সময় দেখা যায় আপনার ফোনটি ঘরে রেখেছেন কিন্তু ঘরে কোন জায়গায় রেখেছেন তা খুঁজে পাচ্ছেন না তাহলে আপনি ফাইন্ড মাই ডিভাইস সফটওয়্যার টির মাধ্যমে আপনার মোবাইলের সাউন্ড প্লে করতে পারবেন। আপনার ফোনটি সহজে খোঁজে পাবেন আপনি ফাইন্ড মাই ডিভাইস অ্যাপস সাউন্ড অপশনে ক্লিক করলে আপনার হারিয়ে যাওয়া ফোন টি তে 5 মিনিটের জন্য রিংটোন বাজতে থাকবে। এখানে আরেকটি বিষয় ভাববার আছে আপনার ফোনটি যদি silent থাকে চিন্তার কোন কারন নাই আপনার ফোনটি ঠিক পাঁচ মিনিটের জন্যই বাজবে।এতে করে আপনার ফোনটি সহজে খোঁজে পেতে পারেন।
Secure Device
এখন আপনি সিকিউরিটি ডিভাইস এর মাধ্যমে আপনার ফোনটি লক করে দিতে পারবেন /যদিও আপনার ফোনটি স্ক্রিন লক দেওয়ার ছিল না চিন্তার কোন কারন নাই এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার মোবাইলে পাসওয়ার্ড বসায় দিতে পারবেন। আপনি চাইলে আপনার হারিয়ে যাওয়া মোবাইলে টিতে আপনার মোবাইল নাম্বার মেসেজ আকারে পাঠাইতে পারবেন। এতে করে আপনার হারিয়ে যাওয়া ফোন টি যদি কোন ভালো লোক খুঁজে পায় তাহলে আপনার লক করে দেওয়া মেসেজ নাম্বারটি দেখে আপনাকে ফোন দিতে পারেন।
Erase Device
আপনি যদি সবশেষে মনে করেন আপনার সেটটি আপনি কোনোভাবেই খুঁজে পাবেন না তাহলে আপনি কি করবেন।তাহলে আপনি এই ফিচারটি ব্যবহার করতে পারেন Erase Device এই অপশনটি ব্যবহার করে আপনার ফোনের সকল তথ্য মেসেজ কল হিস্টরি সব কিছু ডিলিট করে দিতে পারেন এমনকি আপনার যে জিমেইল নাম্বার টা লগইন করা আছে ফোনে সেটা ডিলিট হয়ে যাবে। তাহলে গুগল ফাইন্ড মাই ডিভাইস অ্যাপসটি ব্যবহার করে আপনার মোবাইল এর প্রত্যেকটা জিনিস ডিলিট করে দিতে পারবেন খুব সহজেই তবে আপনাকে মনে রাখতে হবে আপনার সেটটি যদি erase করে দেন তাহলে আপনার সেটার কখনো লোকেশন ট্রাক করতে পারবেন না
Google Find My Device Download Link