অনলাইনে ইনকাম করার উপায়

 অনলাইনে ইনকাম করার উপায়

হ্যালো বন্ধুরা আসসালামুয়ালিকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো /কারণ ভালো থাকারই কথা Tech Ten  পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম. আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি. অনলাইনে ইনকাম করার  উপরের টাইটেল  দেখে  আপনারা বুঝে গিয়েছেন আমি কি বিষয় আজকের লিখতে যাচ্ছি/ আমার আজকের বিষয় হচ্ছে অনলাইনে ইনকাম করার উপায় /

আজ আমি আপনাদেরকে জানাবো। কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে  পারবে। অনলাইন থেকে ইনকাম করার আপনারা যত সহজ মনে করতেছি তত সহজ নয়। অনলাইন থেকে ইনকাম করা যায় এটা সত্য। অনলাইন থেকে ইনকাম করতে গেলে আপনাকে অনেক ধৈর্য্য সহকারে কাজ করতে  হবে। আপনার 1 ও 2 বছর প্রাথমিক অবস্থায় চলে যাবে। বাংলাদেশে অনলাইনে টাকা ইনকাম করার উপায় বিষয়গুলো আজ আপনাদের কাছে তুলে ধরা। চলুন আমরা মূল প্রসঙ্গে চলে যাই। আপনারা চাইলে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়  বাহির করতে  পারবেন আমি সে বিষয়েও আলোচনা করো। একটু ধৈর্য ধরে পোস্টটি পড়ুন আশা করি আপনাদের কাজে লাগবে। অনলাইনের ইনকাম মাধ্যমে ফ্রি টাকা ইনকাম করা যায় এটা ১০০%  সত্য কথা। তাহলে আর দেরী না করে মূল প্রসঙ্গে চলে যাই।

অনলাইনে ইনকাম করার উপায়




অনলাইনে ইনকাম করার উপায় ২০২২


1.ব্লগার এডসেন্স

বর্তমান যুগে অনলাইনে ইনকাম করার সহজ উপায় হচ্ছে ব্লগারের অ্যাডসেন্স।বর্তমানে যারা অনলাইনে ইনকাম করতে চাই তারা সবাই নির্ভর করে গুগোল এর উপর।  ব্লগার অ্যাডসেন্সে আপনি চাইলে মাসে ২০ হাজার টাকা আয় করার উপায় রয়েছে। আমাদের বাংলাদেশের অনেক ছেলেমেয়ে ব্লগার অ্যাডসেন্স থেকে প্রতিমাসে হিউজ পরিমান টাকা ইনকাম  জেনারেট  করতেছি। তারা যদি পায় আপনি কেন পারবেন না। অনলাইনে ইনকাম করতে গেলে প্রচুর ধৈর্য ধারণ করতে  হয়। বাংলাদেশের  যারা অনলাইন  ইনকামে সফল হয়েছে তাদের পিছনে জীবনের হিস্টোরী শুনলে অনেকেই কাজ করতে মন  যাবে না।যারা নতুন  ব্লগার এডসেন্স এ কাজ করতে চান আর মনে করি আপনাদেরকে এটা প্রাথমিক হিসেবে রাখতে হবে। আপনি যখন এডসেন্স সম্পর্কে ভালো জানবেন তখন দেখবেন আপনার ইনকাম টা অনেক বেশি হয়ে গেছে। অনলাইনে ইনকাম করার সহজ মাধ্যম এর একটা ব্লগারের   অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম  করা ।


2. ইউটিউব

বর্তমানে অনলাইনে ইনকাম করার আরেকটি সহজ উপায় হচ্ছে ইউটিউব এর মাধ্যমে ইনকাম করা।  আপনি  ইউটিউব থেকে যেভাবে ইনকাম করবেন। ইউটিউব এর মূল বিষয় হচ্ছে আপনি যে বিষয়ে জানেন সে বিষয়ে একটি ইউনিক ভিডিও তৈরি  করে ইউটিউবে আপলোড দিবেন। আপনার ভিডিওগুলো   শত মানুষ দেখবে , এই লেখার উপর নির্ভর করবে আপনার ইনকাম। সাধারণত যেভাবে ইনকাম     দিবে  সেটি হল  আপনি  যে  ভিডিওটা ইউটিউবে আপলোড দিয়েছে সেই ভিডিওতে  

 যে দর্শক দেখবে তাকে ইউটিউব একটা এড দেখাবে সেই অ্যাড দেখানোর কারণে আপনাকে একটা ইনকাম দিবে ইউটিউব। সাধারণত  এভাবে ইউটিউব থেকে ইনকাম করা হয়ে থাকে।

ইউটিউব হচ্ছে বর্তমানে মার্কেটিংয়ের একটা  একটা সেক্টর। আপনি চাইলে আপনার প্রোডাক্ট বা প্যাকেজ আপনি ইউটিউব এর মাধ্যমে ফেল করতে  পারবেন । ইউটিউব  ঘাটাঘাটি করে দেখেন  এখানে অনেকেই আছে তারা তাদের প্যাকেজ সেল করে থাকে। যেমন ধরুন আপনি একটি  ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানঃ  খুলে বসেছেন। আপনি প্রথমাবস্থায় আপনি কোন স্টুডেন্ট পাবেনা আপনি যদি আবার এই ফিলান্সিং প্রতিষ্ঠান সম্পর্কে কয়েকটি ভিডিও তৈরি করে ইউটিউবে ছেড়ে দিলেন দেখা গেল আপনার ভিডিও অনেকেই থেকে আপনার ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ করবে , ইউটিউবএভাবেই  আপনি মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায় হতে পারে ।

আপনারা চাইলেই এভাবেই ইউটিউব এর মাধ্যমে ইনকাম করতে পারেন।


3.Google admob

বন্ধুরা আপনারা কি জানেন Google admob কি। আমার আত্মবিশ্বাস অনেকেই জানেন নাGoogle admob কি।  এর দ্বারা ইনকাম করা যায়। আপনি যদি একজন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভলপার হয়ে থাকেন তাহলে Google admob সম্পর্কে জানা কথা। আর যদি আপনি জেনে না থাকেন তাহলে এখনই বুঝতে পারবেন এটা কি জিনিস। Google admob ইনকাম করা সম্ভব। আমি ধরে নিলাম আপনি একজন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভলপার, আপনি একটা ভালো অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করেছেন মানুষের কাজে লাগার জন্য। এই এপ্সটা আপনাকে পাবলিকেশন করার জন্য অবশ্যই গুগোল প্লেস্টরে   ছেড়ে দিতে হবে। আপনি যে  অ্যান্ড্রয়েড অ্যাপস  তৈরি করেছেন সেটাতে Google admob এর মাধ্যমে ইনকাম করতে  পারবেন। এর জন্য Google admob আবেদন করতে হবে। আপনি অ্যাপ তৈরি করেছেন । এটাতে গুগোল তাদের বিজ্ঞাপন দেখায় আপনাকে ইনকাম জেনারেট করে  দেবে। আপনার তৈরিকৃত অ্যাপস এ গুগল তাদের বিজ্ঞাপন দেখাবে সেখান থেকে আপনার ইনকাম  হবে ।


4. গ্রাফিক্স ডিজাইন

আপনি কি একজন গ্রাফিক্স ডিজাইনার। তাহলে চিন্তা নেই আপনি গ্রাফিক্স ডিজাইন  থেকে ইনকাম করতে পারবেন। তাহলে আর দেরি না করে আপনি এখনই https://www.fiverr.com/ এ জয়েন হয়ে যান এখানে আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে অনেক কাজ পাবেন। বর্তমানে 2022 সালে গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে। আমি ওয়েবসাইটে একটু ঘুরে  আসেন দেখতে পারোন অনেক কাজ আছে এখানে।


5. ভিডিও এডিটিং

আপনি কি ভিডিও এডিটিং এর কাজ  জানেন। তাহলে আপনি এই ভিডিও এডিটিং থেকে ইনকাম করতে পারবেন । বিশেষ করে 3D  এনিমেশন এর কাজের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে. অনলাইন জগতে কাজের চাহিদার অভাব নাই। কিন্তু আপনাকে কাজ  বুঝতে হবে কিভাবে ইনকাম করা যায়। আপনি যদি সঠিক গাইডলাইন  পান। তাহলে আপনি ইনকাম করতে পারবেন । ভিডিও এডিটিং এর চাহিদা অনেক বেশি আপনি একটু খোঁজ করে দেখেন দেখবেন অনেক বায়ার আপনাকে কাজ দিবে। না হলে আপনি একটা কাজ করতে পারেন আপনি ফেসবুকে কয়েকটি গ্রুপে যেমন ভিডিও এডিটিং গ্রুপ। এই গ্রুপগুলোর মধ্যে ঢুকেন এবং পোস্ট করেন আপনি ভিডিও এডিটিং এর কাজ করেন। অনেকবার আপনাকে নক করবে । তাদের কাজ দেওয়ার জন্য এভাবে আপনি কাজ নিতে পারেন অন্যদের কাছ থেকে। এভাবে  লোকাল বায়ার  খুঁজে পাবেন ফেসবুক গ্রুপের মাধ্যমে।


6. ডাটা এন্ট্রি

আপনি কি ডাটা এন্ট্রি কাজ  পারেন। তাহলে আপনি এই ডাটা এন্ট্রির কাজ ছিল ইনকাম করতে পারবেন।

বর্তমান যুগে ডাটাএন্ট্রির চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। ডাটা এন্ট্রির কাজ নিজ দেশে বসে থেকেও অন্য দেশের বায়ারের কাজ কম্পিউটারের মাধ্যমে করে দেওয়া যাচ্ছে। ডাটা এন্ট্রির কাজ শিখতে গেলে আপনাকে অবশ্যই মাইক্রোসফট এক্সেল এর কাজ জানতে হবে। যদি আপনি মাইক্রোসফট এক্সেল এর কাজ না থাকে তাহলে কিন্তু আপনি ডাটা এন্ট্রি এর কাজ ভালোভাবে করতে পারবেন না। ডাটা এন্ট্রির কাজ করতে গেলে আপনাকে অবশ্যই মাইক্রোসফট এক্সেল এর কাজ জানতে হবে ।আপনি যদি ডাটা এন্ট্রির কাজ  জেনে থাকেন তাহলে আপনি ফাইবারে কাজ  এর অর্ডার  নিতে পারেন। এছাড়াও আপনি  লিংক দিন এর মাধ্যমে লোকাল বায়ারদের  ডাটা এন্ট্রি  কাজ নিতে পারেন।


7. গুগোল  অ্যাড 

আপনি কি গুগোল এর সম্পর্কে জানেন না জেনে থাকলে এই পোষ্টের মাধ্যমে আপনি জেনে যাবেন গুগোল অ্যাড কি । বর্তমানে গুগল এড্রেস চাহিদা দিন দিন বেড়েই চলছে। বর্তমানে যারা ডিজিটাল মার্কেটিং  এর কাজ করে তারা সবাই গুগোল এডেল উপর নির্ভরশীল।   যারা  ডিজিটাল মার্কেটিং করে তারা প্রতিটা ক্ষেত্রেই গুগোল অ্যাড এর ব্যবহার  করে থাকে। আপনি গুগলের মাধ্যমে আপনার পন্যের এড দিতে পারেন বা আপনার ওয়েবসাইটের অ্যাড দিতে পারেন আপনি যদি আপনার ওয়েবসাইটের এড দেন তাহলে গুগল থেকে আপনি অর্গানিক ভিজিটর পাবেন। অর্গানিক ভিজিটর একটা সাইটের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা  ওই  ওয়েবসাইটের  মানিক এ বুঝি কতটা গুরুত্বপূরন।


8.  অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভলপমেন্ট

আপনি  যদি এন্ড্রয়েড অ্যাপ ডেভলপার  হয়ে থাকেন তাহলে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করে গুগল প্লে স্টোরে ছেড়ে দিয়ে আপনি ইনকাম করতে পারেন। এছাড়াও আপনি বিভিন্ন ধরনের কোম্পানি থেকে অর্ডার নিয়ে তাদের কোম্পানি অনুযায়ী বা কোম্পানির ব্যক্তিগত হিসাব বা প্রয়োজন এ ধরনের অ্যাপস তৈরি করে দিতে পারে।    আপনি চাইলে  এভাবে ইনকাম করতে পারেন এছাড়াও আরও অনেক  উপায় রয়েছে যার মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করে ইনকাম করতে পারেন।


9. ওয়েবসাইট ডিজাইন

বিশ্বের মধ্যে জনপ্রিয় একটি কাজ  হচ্ছে  ওয়েবসাইট ডিজাইন। আপনি যদি একজন ওয়েবসাইট ডিজাইনার হয়ে থাকেন তাহলে তো কোন কথাই নাই। এই কাজের চাহিদা  অনেক । আমি যে সাইটের মাধ্যমে আপনাদের সামনে লেখা-লেখি করতেছে সেটাও  একটা ওয়েবসাইট । আপনি এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারেন। আপনি এই ধরনের ওয়েবসাইট তৈরি করে ইনকাম করতে পারবেন  ।

 ওয়েবসাইট ডিজাইন শিখতে গেলে আপনাকে এইচটিএমএল ও সিএসএস এর সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে না হলে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন না।




10. ওয়ার্ডপ্রেস ডিজাইন 

 ওয়াডপ্রেস ডিজাইন সারা বিশ্বের মধ্যে তার চাহিদার অভাব নাই। আপনি যদি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হয়ে থাকেন। তাহলে আপনি আর দেরি না করে এখনি ফাইবারে জয়েন করুন। এখানে ওয়াডপ্রেস  রিলেটেড হাজারো কাজ  রয়েছে । ই-কমার্স গুলো সাধারণত ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হয়। আপনাদের  ই-কমার্স ওয়েবসাইট সম্পর্কে ধারনা আছে তো, না থাকলে চিন্তার কোন কারন নাই আপনি শুধু গুগলে যান আর লেখেননি কমার্স ওয়েবসাইট লিস্ট তাহলে আপনি অনেক ইকমার্স ওয়েবসিতে লিস্ট পেয়ে যাবে এখান থেকে দেখে নিন ই কমার্স ওয়েবসাইট কাকে বলে আমি আর বেশি কিছু বলবো না।


Post a Comment (0)
Previous Post Next Post