5 টি PC Apps এর কাজ

 আমি এখন আপনাদের কম্পিউটারের পাঁচটি অ্যাপ সম্পর্কে বলব সেই অ্যাপস গুলো ব্যবহার করলে আপনাদের কাজে লাগবে 


1.data recovery ICare Data Recovery Pro

আমি এখন আপনাদের কম্পিউটার একটি রিকভারি সফটওয়্যার সম্পর্কে  আমরা বলব। ধরুন আপনার বাসায় আপনার একটা কম্পিউটার আছে সেই কম্পিউটারে আপনার অনেক প্রয়োজনীয় সফটওয়্যার ফাইল ডকুমেন্ট চাকরির অ্যাপ্লিকেশন অনেক কিছু আছে। আপনার বাসায় হঠাৎ আত্মীয় স্বজন অনেকেই আছে । আপনার বাসায় যে আত্মীয়-স্বজন আছে তার মধ্যে একটা ছোট ছেলে আছে সে হঠাৎ তোমার কম্পিউটারে বসতে চাইছে। সে গেম খেলতে চাইতেছে। আপনি না কথা বলতে পারেন নি।সে গেম খেলতে চলতে হঠাৎ আপনার


কম্পিউটারের সকল তথ্য ডিলিট করে দিয়ে ফেলছে ডকুমেন্টস অ্যাপ্লিকেশন। এখন আপনি কী করবেন এখন তো আপনার করার কিছু নাই। চিন্তার কোন কারণ নেই আমি আপনাকে যে সফটওয়্যার লিঙ্ক দিতেসি এই সফটওয়্যার টা ডাউনলোড করেন,আর আপনার সকল ডিলিট হওয়া ফাইল গুলো ফিরিয়ে আনুন। 

Download Ink

২.flux

এখন আমি আপনাদের সামনে যে সফটওয়্যার বিস্তারিত বলব সেই সফটওয়্যার টার নাম হচ্ছে flux।আমরা সাধারণত যারা অনলাইনে কাজ করে তাদেরকে সাধারণত কম্পিউটারের সামনে নিম্ন হলে ছয় থেকে আট ঘণ্টা বসে থাকতে হয়। আমরা সাধারণত কম্পিউটারের সামনে বসে থাকতে-থাকতে অনেক সময় বিরক্ত করে মনে হয় কম্পিউটার আলোর কারণে।


আপনার মনিটরের যদি ব্রাইটনেস অনেক বেশি থাকে তাহলে আপনার চোখের ক্ষতি হতে পারে 6 থেকে 8 ঘণ্টা বসে থাকার কারণে। এমনকি আপনাকে চোখের কারণে আপনাকে সানগ্লাস ব্যবহার করা লাগতে পারে। এখন আমি আপনার একটা সফটওয়্যার সম্পর্কের বলব যে সফটওয়্যারটির মাধ্যমে আপনারা সফটওয়্যারটির মাধ্যমে আপনাদের কম্পিউটার ব্রাইটনেস কমাতে পারবেন বাড়াতেও পারবেন। আপনার ওদের কম্পিউটারের ব্রাইটনেস নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি এই সফটওয়ারটি ডাউনলোড link এখানে দিতেছি আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন 

Download Link


3.everything 



এখন আমি আপনাদের সামনে একটা ছোট্ট একটা অ্যাপস নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত যারা অনলাইনে কাজ করি আমাদের কম্পিউটারে অনেক ধরনের ফোল্ডার অনেক ধরনের ফাইল ভিডিও, পিকচার, অনেক কিছু থাকে। ধরে নিলাম এখন আপনার অনলাইনে কাজ করতে চান কাজ করার সময় আপনার একটা কন্টেন দরকার বাংলা।এই কনটেন্টে আপনি আগেই আপনার কম্পিউটারের লেখে রেখে দিয়েছেন।



এখন আপনার এই file টা দরকার। কিন্তু আপনি এখন কম্পিউটারে অনেক খোঁজাখুঁজি করলেন কিন্তু খুঁজে পাইতেছেন না।এখন আমি আপনাকে যে সফটওয়ারটা লিঙ্ক দিতেসি সেই সফটওয়্যার টার মাধ্যমে খুব সহজেই আপনার কম্পিউটারে থাকা ফাইল তাড়াতাড়ি খুঁজে পাবেন 

Download Link

4.light shoot 

এখন আমি আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপস সম্পর্কে বলতেছি।আমরা সাধারণত যারা অনলাইনে কাজ করি তাদের অনেক সময় অনেক screenshot তুলে রাখতে হয়।আপনারা ইচ্ছে করলে এই সফটওয়্যারটির মাধ্যমে ছবি কিছুটা এডিটিং করতে পারবেন।

আমি এই সফটওয়ারটা নিজেই ব্যবহার করি আমাকে অনেক ভালো লাগে এই জন্য আমি শেয়ার করতে চাই। আমি এই সফটওয়ারটি সরাসরি ডাউনলোড লিংক এখানে দিতেছি আপনার এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারেন 


Download Limk


৫. IDM এর পূর্ণরূপ Internet Download Manager 


আচ্ছা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নাই এমন কোন লোক আছে যারা অনলাইনে কাজ করে। হ্যাঁ আমি ঠিকই বলেছি সাধারণত যারা অনলাইনে তা কাজ করে তাদেরকে প্রতিনিয়ত অনেক ফাইল অনেক ছবি অনেক মুভি, অনেক ভিডিও, অনেক ইমেজ এগুলো ডাউনলোড করতেই হয়। ধরে নিলাম আপনি একটা সফটওয়্যার ডাউনলোড করবেন সফটওয়ারটি হচ্ছে মাইক্রোসফট অফিস। যারা অনলাইনে কাজ করে তারাই microsoft-office ব্যবহার না করে এমন কোন লোক  খুজে পাই নাই এখনও। সাধারণত যারা অনলাইনে কাজ করে তারাও এই সফটওয়ারটি সবাই ব্যবহার করে। আপনি কি জানেন এই সফটওয়্যারটির সাইজ কত। এই microsoft-office সফটওয়ারটি সাধারণত 



1GB  এর উপরে হবে।যদি আমরা এই সফটওয়ারটি ব্রাউজার দিয়ে ডাউনলোড করতে চাই তাহলে আমার অনেক সময় খেয়ে ফেলবে। আমরা যদি এই সফটওয়ারটি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করি তাহলে খুব তাড়াতাড়ি ডাউনলোড হবে আমাদের ।আমি এই সফটওয়ারটি ডাউনলোড লিংক এখানে দিতেছি, আপনার এখান থেকে ডাউনলোড করে কিভাবে ব্যবহার করবেন কিভাবে সেটআপ দিবেন সব কিছু লেখা আছে

Download Link


Post a Comment (0)
Previous Post Next Post